Thursday, 22 September 2011

ব্লগারে আইপি ট্রাকার যোগ করার ট্রিকস

আপনি হয়ত লক্ষ্য করে থাকবেন কিছু কিছু ওয়েবসাইটে ভিজিট করলে আপনার আইপি, অবস্হান, আপনার পিসির অপারেটিং সিস্টেমের নাম, ব্রাউজারের নাম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের নাম ইত্যাদি প্রদর্শন করে ।
আপনিও আপনার ওয়েবসাইটে এই Gadget টি যোগ করতে পারেন বিনামূল্যে এবং সহজেই ।
আর যদি Gadget টি এখনই যোগ করতে চান তাহলে এখনই শুরু করুন-

পদ্ধতি ১

FireShot+Pro+capture+%2523017+ +%2527Your+IP+Address+is +117 18 231 17+ +IPNow Org%2527+ +www ipnow org ব্লগারে আইপি ট্রাকার যোগ করার ট্রিকস
*** এখানে ক্লিক করুন । একটি সাইট ওপেন হবে ।
*** ওখানে নিচের চিত্রটি দেখতে পাবেন ।
এগুলো হলোআপনি যে Gadget টি যোগ করতে চাচ্ছেন তার লেআউট । ওগুলোর মধ্য থেকে যে কোন একটি সিলেক্ট করুন ।
*** Background Color ও Text Color সিলেক্ট করুন । Create My image এ ক্লিক করুন ।
*** আপনার বানানো Widget এর প্রিভিউ দেখাবে । এবং Linked Image: ডায়ালগ বক্সে HTML কোড সহ একটি লিংক দেখতে পাবেন । লিংকটি কপি করুন ।
### এবার ব্লগস্পটে লগইন করুন ।
### Design > Page Elements এ ক্লিক করুন ।
### Add a Gadget এ ক্লিক করে HTML / javascript নামক Gadget টি যোগ করুন ।
### Gadget টির পছন্দমতো একটি Title দিন । এবং Content বক্স এ আপনার কপি করা সেই কোডটি পেস্ট করুন । সেভ বাটনে ক্লিক করে ১/২ সেকেন্ড রেস্ট নিন ।
কাম স্যাস । icon smile ব্লগারে আইপি ট্রাকার যোগ করার ট্রিকস

আরেকটি Gadget দিচ্ছি এটা আইপি, স্টেট,কান্ট্রি, প্রোভাইডার সব দেখাবে ।
পদ্ধতি ২
নিচের চিত্রে আমার আইপি, স্টেট,কান্ট্রি, প্রোভাইডার ইত্যাদি দেখা যাচ্ছে ।
FireShot+Pro+capture+%2523018+ +%2527Geo+Locate+IP+Addresses+with+our+Gadget%2527+ +www infosniper net geolocate visitor gadget php lang%253D1 ব্লগারে আইপি ট্রাকার যোগ করার ট্রিকস
FireShot+Pro+capture+%2523019+ +%2527Geo+Locate+IP+Addresses+with+our+Gadget%2527+ +www infosniper net geolocate visitor gadget php lang%253D1 ব্লগারে আইপি ট্রাকার যোগ করার ট্রিকস
যা করতে হবেঃ
*** ব্লগারে লগইন করুন ।
*** এখানে ক্লিক করুন । আপনি স্নাইপারনেট ওয়েবসাইটে চলে যাবেন ।
*** ওখানে উপরের দিকে ডানপাশে Gadget নামক একটি অপশন পাবেন । ক্লিক করুন ।
*** Gadget গুলোর (layout) যে কোন একটি পছন্দ করুন ।
*** পছন্দের Gadget এর পাশ থেকে HTML কোডটি কপি করুন ।
এরপর-
### ব্লগারের Dashboard > Page Elements এ যান ।
### Add A Gadget এ ক্লিক করুন । HTML / javascript নামক Gadget টি যোগ করুন ।
### Gadget টির পছন্দমতো একটি Title দিন । এবং Content বক্স এ আপনার কপি করা সেই কোডটি পেস্ট করুন ।
Save করুন ।

0 comments:

Powered by Blogger.