Saturday, 10 September 2011

3G cameing soon Bangladesh 26 March


টেলিটক আগামী বছর ২৬ মার্চ পরীক্ষামূলকভাবে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল সেবা চালু করবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান টেলিটক ছয় মাস পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করার পরইথ্রিজি স্পেকট্রাম নিলামের মাধ্যমে অন্যান্য অপারেটরদের বরাদ্দ দেওয়া হবে।
তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল প্রযুক্তিতে উচ্চ গতিতে তথ্য আদান-প্রদান সম্ভব বলে মোবাইল ফোনেই টিভি দেখা, জিপিএসের মাধমে পথ নির্দেশনা পাওয়া, উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারসহ ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া সম্ভব।
আগামী জানুয়ারীর মধ্যে টেলিটকের থ্রিজি প্রযুক্তির অবকাঠামো বসানোর কাজ শেষ হবে বলে জানান তিনি।
থ্রিজি লাইসেন্সের নিলামে দেশি বা বিদেশি যে কোনো প্রতিষ্ঠান অংশ নিতে পারবে জানিয়ে মন্ত্রী বলেন, ছয় মাস টেলিটকের পরীক্ষামুলক থ্রিজি সেবার পর আগামী বছর সেপ্টেম্বরে থ্রিজি বরাদ্দের নিলাম হবে।
গত ৯ অগাস্ট এক সংবাদ সম্মেলনে টেলিযোগাযোগমন্ত্রী বলেছিলেন, “সব কিছু ঠিক থাকলে চলতি বছরের মধ্যেই টেলিটক থ্রিজি প্রযুক্তির মাধ্যমে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে টেলিটক এ সুবিধা পাবে। ৬ মাসের জন্য টেলিটককে বাণিজ্যিকভাবে এ সেবা চালুর সুযোগ দেওয়া হবে।”
একই সংবাদ সম্মেলনে ডাক ও টেলিকম সচিব সুনীল কান্তি বোস জানিয়েছিলেন, ২০১২ সালের মধ্যে থ্রিজি লাইসেন্সের নীতিমালা চূড়ান্ত করা হবে।
অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটরস ইন বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব আবু সাঈদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “থ্রিজি স্পেকট্রাম নিলামের আগামী সেপ্টেম্বরে হলে অন্যান্য অপারেটরদের থ্রিজি সেবা দেওয়াও অনেক পিছিয়ে যাবে।”
থ্রিজি প্রযুক্তির অবকাঠামো বসানো সময় সাপেক্ষ উল্লেখ করে তিনি বলেন, অন্যান্য অপারেটররা এ ব্যাপারে উম্মুখ হয়ে আছে, তাই যত দ্রুত সম্ভব থ্রিজি নীতিমালা চুড়ান্ত করে নিলাম আয়োজন করা উচিৎ।  

0 comments:

Powered by Blogger.