Tuesday, 9 August 2011

মাত্র ১ মিনিটে আপনার IP পরিবর্তন করে ফেলুন without সফটওয়্যার

আজ আপনাদের সাথে ছোট একটি টিপস শেয়ার করব। এটি হল “মাত্র ১ মিনিটে আপনার IP পরিবর্তন করে ফেলুন without সফটওয়্যার!!!”। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হবে। চলূন টিউনে……………
title মাত্র ১ মিনিটে আপনার IP পরিবর্তন করে ফেলুন without সফটওয়্যার
বিভিন্ন কারণে আমাদের IP পরিবর্তন করতে হয়। এই IP পরিবর্তন করতে আমাদের সফটওয়্যার প্রয়োজন হয়। এখন মনে করুন, আপনি এমন এক জায়গায় আছে, যেখানে আপনাকে আইপি এড্রেস পরিবর্তন করে প্রবেশ করতে হয়। কিন্তু দুঃখের বিষয় হল IP পরিবর্তন করা সফটওয়্যারটা তো সাথেই নেই! এখন কি করবেন? বসে বসে আপনার চেহারা পিসিতে দেখবেন? icon razz মাত্র ১ মিনিটে আপনার IP পরিবর্তন করে ফেলুন without সফটওয়্যার সমস্যা নাই। এই মুহূর্তে আপনার প্রয়োজন অনির্বাচিত টিউনারকে, তাই্ না? icon biggrin মাত্র ১ মিনিটে আপনার IP পরিবর্তন করে ফেলুন without সফটওয়্যার icon razz মাত্র ১ মিনিটে আপনার IP পরিবর্তন করে ফেলুন without সফটওয়্যার জ্বী, আপনাদের সামনে অনির্বাচিত টিউনার হাজির। আসুন বকবক না করে আপনার সমস্যা সমাধান করি।
  • Start Menu –> Run –> cmd লিখে এন্টার করুন।
  • তাহলে কমান্ড প্রোম্পট উইন্ডো খুলবে।
  • এবার নিচের কোডটি লিখে এন্টার করুন।
ipconfig /release
  • এবার নিচের কোডটি টাইপ করে এন্টার চাপুন।
exit
  • এবার আপনার ডেক্সটপ থেকে “Network Places” বা “My Network Places” এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন।
  • এবার মেনু থেকে “properties” এ ক্লিক করুন।
  • তাহলে একটি নতুন উইন্ডো খুলবে, এটার নাম “Local Area Connection” হতে পারে।
  • এবার এখান থেকে “Local Area Connection” এর রাইট বাটন ক্লিক করে “properties” এ ক্লিক করুন।
  • এবার “General” ট্যাবে ক্লিক করুন।
  • আপনি একটি তালিকা পাবেন, এখান থেকে “Internet Protocol (TCP/IP)” এর উপর ডাবল ক্লিক করুন।
  • এবার এখান থেকে “Use the following IP address” এ ক্লিক করুন।
  • এবার আপনার ইচ্ছা মতো একটি IP Address দিন।
  • এবার কী-বোর্ড থেকে “Tab” কী তে ক্লিক করুন। তাহলে “Subnet Mask” বক্সটি স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে।
  • এবার OK, OK করে বেরিয়ে আসুন।
এবার আপনি “Local Area Connection” এ চলে আসবেন।
  • আবারও “Local Area Connection” এ রাই্ট বাটন  ক্লিক করে properties এ ক্লিক করুন।
  • এবার “TCP/IP” সেটিং এ যান আবারও।
  • এবার “Obtain an IP address automatically” এটি সিলেক্ট করুন।
  • এবার Ok, Ok করে বেরিয়ে আসুন।
  • এখন আপনি নতুন IP দিয়ে কাজ করবেন।
সাবাস! সাবাস!! সাবাস!!! এই তো আপনি পেরেছেন। No cry, no cry!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আশা করি এবার আপনি পাবেন। ভাল থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ…….
[দয়া করে ক্ষমা করে দেবেন, আমি ছবি দিতে পারি নি। কারণ, আমার পিসি বাংলা ভাষায়।]

0 comments:

Powered by Blogger.