আপনারা যারা শখের ভিডিও এডিটর, মানে নিজের এবং বন্ধুদের মাঝেই আপনার ভিডিওর ব্যাপ্তি তারা চাইলে মুভি মেকারের মাধ্যমে খুব সহজেই নিজের করা ভিডিওকে নিয়ে যেতে পারেন আলাদা উচ্চতায়। এডিটিং যে কতোটা সহজ হতে পারে তা আপনি নিজের চোখে নতুন করে দেখবেন আপনি উইন্ডোজ লাইভ মুভি মেকারের মাধ্যমে। আর ভিডিও এডিটিং এর পর ছবি রেন্ডার করে সেভ করার পর তা আপনি ইউটিউব বা ফেসবুকে আপলোড করতে পারবেন এমনটা ভাবলে অনেক কিছু মিস করবেন আপনি। ফেসবুক কিংবা ইউটিউব- ভিডিও এডিটিং শেষ করার পর সরাসরি এসব সাইটে আপনি আপলোড করতে পারবেন আপনার ভিডিও। এডিটিং আর ইফেক্টের বেসিক সব ফিচারই পাবেন আপনি এখানে। এখনই এটি ডাউনলোড করতে চাইলে ঘুরে আসুন মাইক্রোসফটের সাইট থেকে।
0 comments:
Post a Comment