Monday, 8 August 2011

ফেসবুকের সিকুরিটি নিয়ে খুবই প্রয়োজনীয় একটি ট্রিকস

সালাম সবাইকে। আসা করি ভালো আছেন সবাই। আজকে ফেসবুকের নিরাপত্তা নিয়ে একটু জরুরী ট্রিকস শেয়ার করছি। অনেক সময় সাইবার ক্যাফে অথবা বন্ধুর বাসায় গেলে নিজের ফেসবুক একাউন্ট আমরা লগ আউট করতে ভুলে যাই তাই না? কিন্তু এখন এই ভুল আপনি করলে নিজের বাসা থেকে বসেই বন্ধুর বাসার পিসি থেকে লগ আউট করুন আপনার ফেসবুক একাউন্ট।

ফেসবুক সম্প্রতি রিমোট log out করার সুবিধা দিয়েছে , ফলে আগের সেশনগুলো থেকে সহজেই logout করা যাবে নিজের account । রিমোট logout করতে ফেসবুক login করার পরে উপরের ডানে account থাকে account settings-এ যেতে হবে ।
facebook2 ফেসবুকের সিকুরিটি নিয়ে খুবই প্রয়োজনীয় একটি ট্রিকস

এবার    account security-তে ক্লিক করলে most recent activity  শিরোনামে  চলতি কম্পিউটারটি এবং also active শিরোনামে login   সঙ্ক্রিয় অবস্থায় আছে এমন কম্পিউটারের -(সময় ,তারিখ  , শহর , প্রদেশ , দেশ, আইপি  ব্রাউজার , অপারেটিং সিস্টেম) ইত্যাদি তথ্য সহ তালিকা দেখাবে ।
facebook3 ফেসবুকের সিকুরিটি নিয়ে খুবই প্রয়োজনীয় একটি ট্রিকস  এখন তালিকা ভূক্ত আগের কম্পিউটার থেকে logout করতে ঐ সেশনের  ডানে end activity লিংক এ ক্লিক করলেই হবে । তাহলেই হয়ে যাবে। সবাই ভালো থাকুন। দয়া করে মন্তব্য করবেন। এত কষ্ট করে আমরা লিখি আর আপনারা মন্তব্য না করে চলে যান এটা কি ঠিক? নিজের বিবেক কে জিজ্ঞাস করে দেখুন দয়া করে। ধন্যবাদ।

0 comments:

Powered by Blogger.