Friday, 5 August 2011

বাংলাদেশে নতুন অ্যান্টিভাইরাস সফটওয়্যার

বিট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস সফটওয়্যার বাংলাদেশের বাজারে এনেছে স্ফুরনল্যাবস। বিটডিফেন্ডার ইতিমধ্যেই বেশ কিছু পুরস্কার পেয়েছে। বিটডিফেন্ডারের মূল বৈশিষ্ট্যের মধ্যে আছে সমৃদ্ধ ভাইরাস ডেটাবেস, ৯৯ শতাংশ অনলাইন ভাইরাস আক্রমণ থেকে সুরক্ষা ইত্যাদি। বিটডিফেন্ডার এখন ঢাকা আর চট্টগ্রামের খুচরা বাজারে পাওয়া যাচ্ছে। ঘরোয়া ব্যবহারকারীদের জন্য আছে ইন্টারনেট সিকিউরিটি ২০১১। একক ব্যবহারের ক্ষেত্রে এর দাম এক হাজার ৯৯ টাকা আর তিনটি কম্পিউটারের জন্য এক হাজার ৯৯৯ টাকা। ৫ বা ১০ কম্পিউটারের জন্য ইন্টারনেট সিকিউরিটিও বাংলাদেশে আছে। এর সঙ্গে আলাদা করেও পাওয়া যাবে অ্যান্টিভাইরাস প্রো ২০১১, টোটাল সিকিউরিটি ২০১১, মোবাইল সিকিউরিটি, আর অ্যান্টিভাইরাস ফর ম্যাক। করপোরেট প্রতিষ্ঠানের জন্য বিজনেস সিকিউরিটিও আছে। ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের নেক্সাস কার্ড দিয়ে অনলাইনে কেনা যাবে এই পণ্য। ওয়েব ঠিকানা: www.bitdefender.sphuronLabs.co।

0 comments:

Powered by Blogger.