কম্পিউটার আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। প্রতিদিনই আমরা এই যন্ত্রটিকে ব্যবহার করছি নানা কাজে। কেউ প্রোগ্রামিং নিয়ে মহা ব্যস্ত আবার কেউবা ডিজাইন নিয়ে; কৌতুহলী অনেকেই মেতে উঠেছে গেমস খেলা অথবা মুভি দেখার উৎসবে, আবার কেউ কেউ চোখ গুজে পড়ে আছে ওয়েবে, অন্যদিকে কারো কারো আবার নাওয়া খাওয়া ভুলে যাবার মত অবস্থা, ব্যস্ত আছেন ডাটা এন্ট্রি নিয়ে।

শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে মাঝেই মন চায় আমাদের ডেক্সটপকে একটু নতুন করে সাজাতে। এজন্য সবচেয়ে সহজ উপায় হল ওয়ালপেপার পরিবর্তন। অনেকেই আবার পুরো অপারেটিং সিস্টেমের থিমটাই পরিবর্তন করে ফেলেন। দেখতে বেশ সুন্দর হলেও মাঝে মাঝেই দেখা যায় হিতে বিপরীত ঘটে। আমাদের সর্বক্ষণের সঙ্গী এই কম্পিউটারটিকে কখনোই আমরা স্লো দেখতে চাই না। কিন্তু কম্পিউটার স্লো হওয়ার অন্যতম কারণ হতে পারে থিম পরিবর্তন।
আজ কিছু ম্যাক এবং এ্যপেলের কিছু ওয়াল পেপার সবার সাথে শেয়ার করছি যা দিয়ে আপনি নতুন রূপ দিতে পারেন আপনার ডেক্সটপকে।

ডাউনলোড করুন এখান থেকে

ডাউনলোড করুন এখান থেকে

ডাউনলোড করুন এখান থেকে

ডাউনলোড করুন এখান থেকে

ডাউনলোড করুন এখান থেকে

ডাউনলোড করুন এখান থেকে
………………………………………………………………………………..
আজ এখানেই শেষ করছি। সকলের জন্য শুভকামনা রইল ।
0 comments:
Post a Comment