Wednesday, 10 August 2011

হাতের স্পর্শে চার্জ হবে মোবাইল !

 
লন্ডনের ‘প্যাট্রিক হাইল্যান্ড’ নকিয়ার জন্য একটি কৌশলী ডিজাইনটি করেছেন । আপনি যখন মোবাইল ব্যবহার করবেন , সে সময় আপনার হাতের স্পর্শে চার্জ হবে মোবাইল । ব্যবহারকারীর শরীর থেকেই চার্জ হবে নকিয়ার “ই সিইউ” ব্যাটারী। কোন বিদ্যুত্‍ ছাড়াই । মানুষের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা শক্তিকে রূপান্তরিত করে নতুন এই কৌশলে মোবাইলে চার্জ সরবরাহ করবে । নতুন এ ফোনের প্রযুক্তির মূল ধারণা হচ্ছে তামাবাহিত পরিবেশবান্ধব বিদ্যুত্‍ উত্‍পাদন কৌশল । নতুন এ মডেল ব্যবহারকারী যখন নিজের পকেটে বা হাতে মোবাইল ফোন বহন করবে তখন সে (মোবাইলফোন) নিজেই ব্যবহারকারীর শরীরের তাপশক্তি থেকে চার্জশক্তি গ্রহন করবে ।


সাবিনা ইয়াসমিন 150x150 হাতের স্পর্শে চার্জ হবে মোবাইল !
সাবিনা ইয়াসমিন ।রা শক্তিকে রূপান্তরিত করে নতুন এই কৌশলে মোবাইলে চার্জ সরবরাহ করবে । নতুন এ ফোনের প্রযুক্তির মূল ধারণা হচ্ছে তামাবাহিত পরিবেশবান্ধব বিদ্যুত্‍ উত্‍পাদন কৌশল । নতুন এ মডেল ব্যবহারকারী যখন নিজের পকেটে বা হাতে মোবাইল ফোন বহন করবে তখন সে (মোবাইলফোন) নিজেই ব্যবহারকারীর শরীরের তাপশক্তি থেকে চার্জশক্তি গ্রহন করবে ।

0 comments:

Powered by Blogger.