Wednesday, 10 August 2011

স্বপ্ন দেখব বলে আমি দু'চোখ পেতেছি,তাই তোমাদের কাছে এসে দু'হাত পেতেছি....

অনেক দিন সপ্ন দেখা হয়না,দেখা হয়না রংধুনর সাত রং।দেখা হয়না হাসি মাখা কোন মায়ের মুখ কিংবা শোনা হয়না কোন তরুনের স্বপ্ন পুরনের গল্প।হতে পারে সেটা আমার জানার অনাগ্রহ কিংবা দৃষ্টিভংগির পার্থক্য।যে দিকে তাকাই চারিদিকে হারানোর বেদনা বা না পাওয়ার হতাশা,হোক সেটা রাষ্ট্রের বা সমাজের।যে রাষ্ট্র দেবে মৌলিক চাহিদা পুরনের সহযোগিতার হাত,সেই রাষ্ট্র এখন নিজেই স্বপ্ন ভাংগার কারিগর,যে সমাজ দিবে সুখী সমাজের ব্যবস্থা সেই সমাজ আজ নিজে শ্রেণী ভাগে ক্ষতবিক্ষত।আর এসব দেখতে দেখতে দেখতে আমরা হয়ত ভাল কিছু পাওয়া,ভাল কিছু চাওয়া ভুলে গেছি।ভুলে গেছি একটা সুখী রাষ্ট্র বা সুখী সমাজের স্বপ্ন দেখতে।আর তাই একট সুখী আগামীর স্বপ্ন দেখব বলে আমি দু'চোখ পেতেছি,তাই তোমাদের কাছে এসে দু'হাত পেতেছি.....

0 comments:

Powered by Blogger.