Wednesday, 10 August 2011

লেটেস্ট আইডিএম এর লেটেস্ট নিয়ম !!

কেমন আছেন সবাই ? আশা করি ভালো, আপনাদের জন্য আজকে একটা নতুন জিনিস নিয়েলাম আইডিএম এর নতুন ভার্সন সাথে প্যাচ। তাহলে চলুন দেখি এই নতুন ভার্সন এ কি কি আছে।
১. স্পিড লিমিটার

আপনার বাম পাসে যে দেখছে এই ছবিটি হচ্ছে আইডিএম এর নতুন ভার্সন এর ছবি। নিশ্চই দেখছে পারছেন যে উপরে নতুন ৩টি অপশন এ্যাড করা হয়েছে। এই অপশন গুল এই ভার্সন এর জন্য নতুন ভাবে এ্যাড করা হয়েছে। স্পিড লিমিটার এমন একটা সুন্দর অপশন যা ব্যবহার করে আপনি ব্রাউসিং এর পাসাপাসি ডাউনলোড ও করতে পারবেন। আমরা যখন ডাউনলোড করি তখন কোন ব্রাউসিং করতে পারি না তাই স্পিড লিমিটার এ ডাউনলোড এর স্পিড কমিয়ে দিয়ে ব্রাউসিং করতে পারবেন। এর ফলে আপনার ডাউনলোড করা ও হোল এবং আপনি ব্রাউসিং ও করতে পারলেন।এখানে ২ নাম্বার অপশন  এ ক্লিক করে এরকম উইন্ডোজ দেখতে পারবেনঃ

এখানে উপরে দেখেন স্পিড লিমিটার এর উইন্ডোজ, এখানে ক্লক করার পর নিচে একটি বক্স আছ যেখানে লেখা 10 Kb/sec সেখানে আপনি আপনার ইচ্ছে মতন ডাউনলোড স্পিড এর লিমিট নির্ধারন করে দিতে পারবেন।
ভালো লেগে থাকলে কমেন্ট করবেন। :) আপনাদের কমেন্ট এর অপেক্ষায় রইলাম। ধন্যবাদ

0 comments:

Powered by Blogger.