Saturday, 6 August 2011

যে কোন সামসাং মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করুন আরো সহজে ।



কেমন আছেন ????
আজ আপনাদের দেখাব কিভাবে সামসাং মোবাইল দিয়ে খুব সহজে ইন্টারনেট ব্যবহার করা জায় ।
Samsung মোবাইল দিয়ে ইন্টারনেট চালানোর জন্য অবশ্যই আপনার মোবাইলের USB Cable লাগবে । না থাকলে বাজার থেকে ৮০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে ভাল কেবল পাওয়া জায় একটা কিনে নিয়ে কাজ করবেন।
এখন কাজের কথায় আসি>>
প্রথমে এখান থেকে Samsung Software টি ডাউনলোড করে নিন । (ডাউনলোড এর জন্য এখানে ক্লিক করেন)
ডাউনলোড শেষ হলে এখন নিচের নিয়ম অনুসরন করেন ।
১. প্রথমে আপনার মোবাইল ফোনটি পিসি থেকে খুলে নিন(যদি লাগানো থাকে)
২. যে সফটওয়্যারটি ডাউনলোড করেছেন সেটি ইন্সটল করেন ।
৩. যদি পিসি রিস্টারট চায় তাহলে রিস্টারট দিন ।
৪. এখন আপনার মোবাইল ফোনটি পিসিতে কানেক্ট করেন ।(অটোমেটিক ভাবে ইন্সটল হবে)
৫. ইন্সটল হবার পরে আপনার পিসির Control Panel এ জাবেন ।
এখন নিচের নিয়ম অনুসরন করেন
Network Connection থেকে Create A new Connection এখন Next আবার Next এখন Select Setup My connection Manually দিয়ে Next করার পরে আবার Next করুন এখন ISP Name দিন Internet দিয়ে Next করার পরে Phone Number দিন *99# আবার next এখন Finish ক্লিক করেন কাজ শেষ ।
এখন আপনার মোবাইল ফোনটি পিসিতে কানেক্ট করে এই ডায়েল-আপ দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন  

0 comments:

Powered by Blogger.