Sunday, 7 August 2011

মেইল করে PC SHUTDOWN করা

মেইল করে পীসী বন্ধও করা
(i)প্রথমে একটি notepad ওপেন তারপর নীচের কোড গুলা লিখুন
@echo off
shutdown -s 
এবার nodpad টি tuner.bat নামে save করূন 
(ii)এখন আপনার MS OUTLOOK open করূন
(iii)এখন কীবোর্ড থেকে alt+T+L press করূন
‘Rules and alert’ dialogue box open হবে.
(iv)alt+N press করূন
Rules Wizerd open হবে
(v)Start from a blank Rule থেকে
“check messages when they arrive’ এ select করূন এবং alt+N press করূন  (vi)একটি window open হবে
এখন থেকে from people or distribution list এর পাশের চেক বক্স এ টিক দিন.
আবার with specific word in the subject এর পাশের চেক বক্স এ টিক দিন
(vii)এই উইন্ডো তা কিন্ত দুই ভাগে আছে
প্রথম ভাগের কাজ সেস এখন দিতিও ভাগে দেখুন
apply this rule after message arrives
from people or distribution list
and with specific words in the subject
(viii)এখন people or distribution list এ ক্লিকক করূন
একটি উইন্ডো আসবে , এখানে from boxe এ যে address থেকে email করে pc shutdown করতে চান সেই address দিন
এবং ওক করূন
(ix)এখন specific words এ ক্লিকক করূন
একটি উইন্ডো আসবে , এখন shutdown লিখে add button এ ক্লিক করূন এবং ওকএ করূন
click next
(x)একটি উইন্ডো আসবে
এখানে start applicatione এর পাশের চেক বক্সে ক্লিক করূন .
(xi)এই উইন্ডো তা কিন্ত দুই ভাগে আছে
প্রথম ভাগের কাজ সেস এখন দিতিও ভাগে দেখুন
(xii)start applicatione এ ক্লিক করূন এবং tuner.bat ফাইল টি দেখিএ দিন.
(xiii)ক্লিক next
(xiv)আবার ক্লিক next
(xv)rule টির একটি নাম দিন এবং finish button এ ক্লিক করূন
*********************
এবার আপনে যে email address (viii) এ দিয়েছেন , সেই email address থেকে email করূন এবং আপনার email এ সব্জেক্ট রাখুন (ix) এর মতো shutdown
দেখবেন আপনার পীসী বন্ধও হয়এ গেসে
এভাবে দূরে বসে email করে আপনী আপনার পীসী এর shutdown , restart and history delete etc. করতে পারেন. সেজননো কেবল .bat ফাইল টির change করতে হবে
এই system আপনী আপনার পীসী এর লিমিটেড account থেকে apply করতে পারবেননা.

1 comments:

Video Zeum said...

Nice Guides. Interesting Site.

Powered by Blogger.