Monday 8 August 2011

ফেইসবুকের জন্য ফায়ারফক্স ও গুগল ক্রোমের কী-বোর্ড শর্টকাট

আসসালামু আলাইকুম, আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আজ আপনাদের জন্য একটি ছোট টিউন নিয়ে এসেছি। টিউনটিতে যা দেখাব, এটি হয়ত অনেকই জানেন। যারা জানেন না, আশা করি তাদের কিছুটা হলেও উপকার হবে।

গুগল ক্রোম

  • Alt+1: আপনার নতুন ফীড দেখার জন্য
  • Alt+2: আপনার নিজের প্রোপাইল দেখার জন্য
  • Alt+3: আপনার বন্ধুত্বের অনুরোধ দেখার জন্য
  • Alt+4: আপনার ম্যাসেজগুলো দেখার জন্য
  • Alt+5: আপনার সকল নোটির্ফিকেশন দেখার জন্য
  • Alt+6: আপনার Account Settings দেখার জন্য
  • Alt+7: আপনার Privacy Settings দেখার জন্য
  • Alt+8: ফেইসবুকের নিজের প্রোপাইল দেখার জন্য
  • Alt+9: সর্বশেষ Terms of Service agreement দেখার জন্য

ফায়ারফক্স

  • Shift+Alt+1: আপনার নতুন ফীড দেখার জন্য
  • Shift+Alt+2: আপনার নিজের প্রোপাইল দেখার জন্য
  • Shift+Alt+3: আপনার বন্ধুত্বের অনুরোধ দেখার জন্য
  • Shift+Alt+4: আপনার ম্যাসেজগুলো দেখার জন্য
  • Shift+Alt+5: আপনার সকল নোটির্ফিকেশন দেখার জন্য
  • Shift+Alt+6: আপনার Account Settings দেখার জন্য
  • Shift+Alt+7: আপনার Privacy Settings দেখার জন্য
  • Shift+Alt+8: ফেইসবুকের নিজের প্রোপাইল দেখার জন্য
  • Shift+Alt+9: সর্বশেষ Terms of Service agreement দেখার জন্য
  • Shift+Alt+0: Facebook এর Help Center দেখার জন্য।
সবাই্কে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন, আল্লাহ হাফেজ……….

0 comments:

Powered by Blogger.