Friday 19 August 2011

আপনার ফেইসবুক চ্যাটবারের উপর যুক্ত করে নিন ইমোটিকনবার আর ইচ্ছা মত ইমো দিন

ফেইসবুকে চ্যাটিংএর সবচেয়ে বড় অভাব যেটা বোধহয় ইমো না থাকা :(  , ইমো দেয়া যায় কিন্তু তার জন্য আপনাকে আলাদা ভাবে কোডগুলু মনে রাখতে হয়। এইভাবে কয়েকটা কমন ইমো যেমন :) , :P , :(  ছাড়া বাকিগুলু ইউজ করা ঝামেলা হয়ে যায় X( । আবার অনেকে অনেক এপ্লিকেশন ইউজ করে ইমোর জন্য, কিন্তু এইসব ইমো যাকে পাঠাচ্ছেন তার পিসিতে ইন্সটল না থাকলে শো করেনা /#) । একটি স্ক্রিপ্ট ইউজ ব্যাবহার করে খুব সহজেই আপনি ফেইসবুকে চ্যাটিংএ ইমো ইউজ করতে পারেন, এবং এইসব ইমো সবার পিসিতেই শো করবে।  :-B 

চলুন দেখি কিভাবে করবেন

১। ফায়ারফক্স ইউজাররা গ্রীসমাঙ্কি ইন্সটল না থাকলে এখান থেকে ইন্সটল করে ব্রাউজার রিস্টার্ট করে নিন।

এবার এখানে গিয়ে (পেইজের ডান পাশে উপরের দিকে ইন্সটল অপশন পাবেন, ওইটাতে ক্লিকান)  স্ক্রিপ্টটি ইন্সটল করুন। কাজ শেষ।

২।ক্রোম ইউজারদের শুধু এখানে গিয়ে ইন্সটল করলেই চলবে।


এটা একটা ন্যানো পোস্ট, কাজে লাগলে ধন্যবাদ দিবেন। :) হ্যাপি ইমোটিং

0 comments:

Powered by Blogger.