বাংলাদেশে একটা শব্দ প্রচলিত আছে ‘ ইজি কাজে বিজি’ ।সাধারনত নতুন কম্পিউটার হাতে পেলে ব্যবহার কারিদের এই রোগে ধরে ।মনের মত করে সাজাতে নতুন ফোল্ডার তৈরি ও রিনেম করতে অনেকটা সময় নষ্ট হয় ।
কিন্তু যদি এক ক্লিকেই অনেক ফোল্ডার তৈরি হয় কেমন মজা হবে ?যদি একটু কষ্ট করে notepad এ আপনি লিখে নেন আপনার প্রয়জনীয় ফোল্ডার গুলর নাম এভাবে-
Start >notepad> notepad এর মধ্যে লিখুন -MD titul vde mp3 3gp avi dat dreamnight po psr invoice quotation timecard mvpi alu potol mula car flower excavator crane miniloader backhoe newspaper blog etc >এরপর এটিকে সেভ করুন folder.bat নামে।
এরপর এটিকে ডাবল ক্লিক করুন দেখবেন MD titul সকল শব্দ ফোল্ডার হয়ে গেছে সাথে rename ফ্রী ।এবার আপনি MD ছাড়া বাকি সব ফোল্ডারের নাম পরিবর্তন করে আপনার প্রয়জনীয় ফোল্ডারের নাম লিখে ফেলুন ।
(সীমান্ত রোমেল ভাই এর ও এ রকম পোস্ট আমি দেখেছি তাই আপনাদের কাছে জানতে চাচ্ছি আমার এ পোস্টটি ও কি কপি পেস্ট এর দলে বলে গণ্য হয় ??)
0 comments:
Post a Comment