Sunday, 7 August 2011

টুইটারকে ছাড়িয়ে যাচ্ছে গুগল প্লাস

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইয়োগোভ জানিয়েছে, ব্যবহারকারী সংখ্যার হিসাবে মাইক্রোব্লগিং সাইট টুইটারকে শিগগিরই ছাড়িয়ে যাবে গুগল প্লাস। কারণ যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে ১৩ শতাংশই ইতিমধ্যে এ সামাজিক যোগাযোগের সাইটটি ব্যবহার করেছেন। বছরের শেষ নাগাদ আরো ৯ শতাংশ ব্যবহারকারী এতে যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।
ফলে বছর শেষে ফেইসবুক প্রায় ২ শতাংশ ব্যবহারকারী হারাতে যাচ্ছে।
এদিকে টুইটারে এ বছরের মধ্যে আরো ২ শতাংশ ব্যবহারকারী বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের মোট প্রাপ্তবয়স্কের ২০ শতাংশই টুইটারে যুক্ত হওয়ার রেকর্ড পূর্ণ হবে। একই সময়ে গুগল প্লাস পাবে ২২ শতাংশ ব্যবহারকারী। টুইটারকে টপকে যেতে তাই গুগল প্লাসের খুব বেশি সময় লাগবে না বলে মনে করছে ইয়োগোভ।
ভাল লাগলে মতামত দিন

0 comments:

Powered by Blogger.