Wednesday 10 August 2011

ব্লগে প্রোফাইল ছবি সেট করার পদ্ধতি

আপনার ই-মেইল ঠিকানা দিয়ে রেজিষ্ট্রেশন করলে আপনার প্রোফাইলে ছবি দেখাবে। এর রেজিষ্ট্রেশন প্রক্রিয়া নিচে বর্ণনা করলাম …
১. প্রথমে
http://en.gravatar.com/site/signup
যান। এবার নিচের মত বক্স আসবে, সেখানে আপনার ই-মেইল আইডি দিন এবং Signup বোতাম চাপুন।

২. নিচের মত উইন্ডো ওপেন হবে।

৩. এবার আপনার ই-মেইল চেক করুন। দেখবেন সেখানে একটা কনফার্মেশন মেইল পাঠানো হয়েছে। সেখানে দুটি লিন্ক দেয়া আছে, আপনি উপরের লিন্কে ক্লিক করুন।

৪. এবার নিচের মত পেইজ ওপেন হবে। ওখানে প্রয়োজনীয় ফর্মপূরণ করে Signup বোতামে ক্লিক করুন। আর একটা কথা আপনি শব্দনীড় এ যে User name টি ব্যবহার করেছেন তা অন্য কেউ ব্যবহার করে থাকতে পারে। User name টি দেয়ার পর Check এ ক্লিক করে নিশ্চিত হয়ে নিন যে ওটা আগে কেউ ব্যবহার করেননি।

৫. এবার আপনার কম্পিউটার থেকে একটা ছবি যোগ করুন।

৬. তার পর নিচের মত পেইজ ওপেন হবে। এবার আপনার ছবিকে প্রয়োজন মত কেটে আপনার উপযোগী করে নিন।

৭. এবার নিচের মত পেইজ ওপেন হবে এবং আপনার ছবি G তে ক্লিক করুন। এখন ছবির উপরে ক্লিক করে CONFIRM করুন। ব্যাস আপনার কাজ শেষ। কয়েক মিনিট অপেক্ষা করুন ব্লগে আপনার ছবি দেখাবে।

আশা করি নতুন সবাই এভাবে প্রোফাইল ছবি সেট করতে পারবেন। আর যদি কোন সমস্যা হয় তবে আমাকে মন্তব্যর ঘরে জানাবেন।

0 comments:

Powered by Blogger.