Wednesday, 10 August 2011

Free Download Manager ব্যবহার করুন আপনার ডাউনলোডার হিসেবে।

সবাই ডাউনলোড ম্যানেজার হিসেবে IDM ব্যবহার করে। যা কিনে ব্যবহার করতে হয়। যারা কিনতে পারে না তারা চুরি(ক্র্যাক) করে বা অন্য কোন উপায়ে IDM ব্যবহার করে। কিন্তু IDM এর মত (আমার মতে IDM থেকে ও ভালো) একট ফ্রি ডাউনলোড ম্যানেজার রয়েছে। অর্থাৎ আপনেক কোন টাকা বা চুরি ও করতে হবে না। এখানে http://files2.freedownloadmanager.org/fdminst3.exe ক্লিক করে আপনি ফ্রী ডাউনলোডার টি ডাউনলোড করতে পারেন। এবার ইচ্ছে মত ডাউন লোড করুন।আমি মনে করি এটি IDM থেকে ও শক্তি শালী,আমি কয়েকটি বৈশিষ্ট বললাম । বাকি গুলো আপনিhttp://www.freedownloadmanager.org/features.htm এখানে গিয়ে দেখে আসতে পারেন।fdmbox Free Download Manager  ব্যবহার করুন আপনার ডাউনলোডার হিসেবে।  | Techtunes

  • ১. আপনাকে আর আলাদা ভাবে YouTube ডাউনলোডার ইন্সটল করতে হবে না। এটি ব্যবহার করলেই আপনি YouTube ও অন্যান্য Flash video download করতে পারবেন। ***বাড়তি হিসেবে ভিডিও কনভার্ট ও করতে পারবেন।
  • ২. জিফ ফাইলের ভিতরের যেকোন একটি নির্দিষ্ট ফাইল ডাউনলোড করতে পারবেন, যেখানে আগে পুরো জিপ ফাইলটি ডাউনলোড করতে হত।
  • ৩.আপনার পছন্দের সাইটি এখন ডাউনলোড করে বাসায় বসে ব্রাউজ করতে পারবেন এর সাহায্যে । আর কি ধরকার??
  • ৪. একটি ড্রপ বক্স পাবেন। যার সাহায্যে কোন লিঙ্ক এনে ছেড়্ব দিলে অটমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে।
  • ৫. ইন্টারফেস টি ও সুন্দর আছে।

এটি সম্পর্কে নতুন পন্ডিত বলছে
শুধু তাই না এতে আছে
টরেন্ট ডাউনলোডের সুবিধা ,
অডিও ভিডিও সয়ঙ্ক্রিয় কনভার্ট এর সুবিধা,
সর্বচ্চো স্পীড প্রাপ্তির নিশ্চয়তা,
ইন্সটল করার পরেও পোর্টেবল বানিয়ে ঘুরার সুবিধা,
মিডিয়া ফাইলের প্রিভিউ সুবিধা, (ধরুন ভিডিও নামাচ্ছেন আর দেখছেন)
সকল ব্রাউজার থেকে সয়ঙ্কিয় ডাউনলোডসহ শিডিউল সুবিধা,
থিম সুবিধা
একাধিক ডাউনলোড সচল রেখে একটিতে ৯৯% ব্যান্ডউইথ ব্যাবহারসহ নানান নান্দনিক ফিচার

0 comments:

Powered by Blogger.