Wednesday, 10 August 2011

পিডিএফ ২৪ ক্রিয়েটর ২.৬.৩ Download

কম্পিউটার মনিটরে পড়ার সুবিধার জন্য বোধকরি পিডিএফ-এর কোন জুড়ি নেই। কিন্তু কিভাবে পিডিএফ বানাব এই বলেই অনেকের আর কষ্ট করে দরকারি ফাইলটাকে পিডিএফ করা হয় না। যদিও মাইক্রোসফট ওয়ার্ডের লেটেস্ট ভার্সনগুলা পিডিএফ সাপোর্ট করে কিন্তু সবারতো আর তা নেই তাই না? আবার বিভিন্ন পিডিএফ কনভার্টারও কখনোই মনের মতো আউটপুট দিতে পারে না। আজ তাই আপনাদের পিডিএফ সমস্যার যাবতীয় সমাধান একাই করতে সক্ষম এমন একটি সফটওয়ারের সাথে পরিচয় করিয়ে দেব আজ।
PDF24 Editor সফটওয়্যারের মাধ্যমে যে কোন ফাইল (word, Excel, image) কে পিডিএফ ফাইলে রুপান্তর করা যায়। PDF24 Editor সফটওয়ারটি পিসিতে ইনস্টল করলে pdf24 নামে একটি প্রিন্টার ইনস্টল হবে। এরপর থেকে pdf24 এর মাধ্যমে কোন ফাইল প্রিন্ট করলে স্বয়ংক্রিয়ভাবে pdf ফাইল তৈরী হবে এবং ওপেন হবে। PDF24 Editor এর মাধ্যমে আপনি পিডিএফ ফাইল তৈরি, সেভ এবং এডিট করতে পারবেন। এছাড়া আপনি অনেকগুলো পেজ জোড়া লাগাতে এবং কেটে আলাদা করতে পারবেন। একটি পিডিএফ ফাইল থেকে আরেকটিতে কাংখিত পেজ কপি পেস্ট করতে পারবেন সহজেই।পারবেন ফাইলের প্রোপার্টিজ পরিবর্তন করতে। ফাইলটি এনক্রিপ্ট করার কাজটাও সারতে পারবেন এই সফটওয়ারটি দিয়ে। এর রয়েছে নিজস্ব পিডিএফ ভিয়ার টুলস।
ডাউনলোড

0 comments:

Powered by Blogger.