‘Tera Copy’ হল এমন এক সফটওয়্যার যা আপনার হার্ডডিস্কের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ফাইল ট্রান্সফার করবে। একটা হার্ডডিস্ক থেকে আরেকটা হার্ডডিস্কে অথবা এক পার্টিশন থেকে আরেকটায় ১০০ মেগাবাইট/সেকেন্ড গতিতে এবং হার্ডডিস্ক থেকে যে কোন পেনড্রাইভে ১৫ মেগাবাইট/সেকেন্ড গতিতে ফাইল ট্রান্সফার করে। পেনড্রাইভের উপর এটার কাজ আসলেই অসাধারণ। ভিস্তার মত, এটাও কত গতিতে কপি/মুভ হচ্ছে তা দেখাবে। ডাউনলোড করার পর এটা ইন্সটলের জন্য এর teracopy.exe ফাইল এ ক্লিক করলেই হবে। মজার ব্যাপার হল। এটা কিন্তু ইন্সটল হওয়াটা দেখাবে না। কিছু সেট আপও করবে না। এমনিই যা কাজ হবার হয়ে যায়। অনেকে চিন্তায় পড়ে যায়, যে কিছু হচ্ছে না কেন !!
teracopy.exe ফাইল এ ক্লিক করার ২/৩ মিনিট পর আপনি নিজে থেকে কোন ফাইল কপি করে টেস্ট করে দেখতে পারেন। এটা নিজে থেকেই চালু হবে।
teracopy.exe ফাইল এ ক্লিক করার ২/৩ মিনিট পর আপনি নিজে থেকে কোন ফাইল কপি করে টেস্ট করে দেখতে পারেন। এটা নিজে থেকেই চালু হবে।
0 comments:
Post a Comment