Wednesday, 10 August 2011

বাংলা লেখুন বাতাসের আগে !!

কেমন আছেন সবাই ? কি পোস্ট এর নাম দেখে ভাবছেন এটা আবার কেমন পোস্ট, এটাই একটা মজার পোস্ট যার ধারা আপনি অনেক সহজে এবং বাতাসের আগে বাংলা লেখতে পারবেন :P আমরা যারা বাংলা লেখতে অনেক পছন্দ করি তারা কোন না কোন সফটওয়্যার ব্যবহার করি। তবে ওই সফটওয়্যার ব্যবহার করতে গেলে আপনাকে কি-বোর্ড এ খুজতে হয়, কিন্তু অভ্র ব্যবহার এর ফলে আপনাকে কি-বোর্ড এ খুজতে হবে না, ইংরেজীর মতন লেখে যাবেন বাতাসের ও আগে :P
অভ্র দিয়ে বাংলা লেখা খুবি সহজ, তবি এই সফটওয়্যার টি দিয়ে বাংলা লেখতে F12 চাপ দিতে হবে এবং আবার ইংরজীতে ফিরে আসতে হলে F12 চাপ দিতে হবে।
এই সফটওয়্যার দিয়ে লেখা খুবি সহজ, আপনি যদি এক বার F12 চাপ দিয়ে লেখেন “amar” তাহলে এটা হয়ে যাবে “আমার” কি মজা না ?
তাহলে আর দেরী না করে ডাউনলোড করে নিন অভ্র কি-বোর্ড। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – ডাউনলোড অভ্র কী-বোর্ড
পোস্ট ভালো লেগে থাকলে কমেন্ট করবেন এবং ডাউনলোড করে ব্যবহার করে কমেন্ট করে যানাবেন কেমন লাগল। ধন্যবাদ

0 comments:

Powered by Blogger.