Friday, 5 August 2011

গতি বাড়ান আপনার কম্পিউটারের

কম্পিউটার সাধারণত স্লো হয় অপ্রয়োজনীয় ফাইলের কারণে। আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করতে করতে অনেক অপ্রয়োজনীয় ফাইলই রেখে দিই। ভাবি যে, পড়ে কাজে আসবে। দেখা যায় যে, এটি আর কখনো কাজে লাগে না। তাছাড়া ব্রাউজার কেশ, টেম্পোরারি ফাইল, কোকিস আরো বিভিন্ন গোপন ফাইল থাকে যা শুধু শুধু দিনের পর দিন পড়ে থাকে কম্পিউটারে আর হার্ডডিস্ককে অক্ষম করে তোলে।
এমন অনেক কম্পিউটার ব্যবহারকারী দেখেছি যাদের অভিযোগ-  “কয়েকদিন আগে মাত্র কম্পিউটারটি কিনলাম আর এখনই মনেহচ্ছে স্লো হয়ে গেছে।” হবেই তো, কারণ- এই রকম অসংখ্য অপ্রয়োজনীয় ফাইলের কারণেই মূলত: কম্পিউটার স্লো হয়ে যায়। ম্যানুয়্যালী এসব টেম্পোরারী ফাইল ডিলিট করা গেলেও অনেক গোপন ফাইলও থেকে যায়। ম্যানুয়্যালী এসব টেম্পোরারী ফাইল ডিলিট করতে হলে যা করতে হয়-
Windows seven, vista, xp-
Start– > Run
Type-    %temp%  এবং এন্টার বাটন প্রেস করুন। এরপর দেখবেন একটা উইন্ডো ওপেন হবে। সেখান থেকে সব ফাইল সিলেক্ট করে মুছে দিন। এক্সপিতে অনেক সময় সব ফাইল ডিলিট হতে চায় না। সেজন্য, প্রথমে কম্পিউটারটি রিষ্টার্ট দিন তারপর এই পদ্ধতি অবলম্বন করুন।
Type-  temp   এন্টার বাটন প্রেস করুন। পূর্বের মতই একটা উইন্ডো ওপেন হবে। এবং সব ফাইল মুছে ফেলুন।
Type-   prefetch   এন্টার বাটন প্রেস করুন। উইন্ডো ওপেন হলে সব ফাইল মুছে ফেলুন।
Type –   recent   – for XP user’s only. এন্টার বাটন প্রেস করুন এবং উইন্ডো ওপেন হলে সব ফাইল মুছে ফেলুন।
Type-  cookies   – for XP user’s only. এন্টার বাটন প্রেস করুন এবং উইন্ডো ওপেন হলে সব ফাইল মুছে ফেলুন।

0 comments:

Powered by Blogger.