Sunday, 7 August 2011

মনিটরের আয়ু বৃদ্ধি এবং বিদ্যুৎ সাশ্রয় করুন

কম্পিউটারের মধ্যে যে ডিভাইসগুলো সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যায় করে তার মধ্যে একটা হল মনিটর। একটা মনিটর প্রায় ১১০ ওয়াট বা তারও বেশি বিদ্যুৎ ব্যায় করে(LCD মনিটরের ক্ষেত্রে প্রযোয্য নয়)। যেহেতু আমাদের দেশে বিদ্যুৎ সাশ্রয় এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আমরা যারা প্রতিদিন ৭/৮ ঘন্টা কম্পিউটারে সময় ব্যায় করি তারা একটু হিসেবি হলেই অনেক বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। সারাদিনে একটানা ৭/৮ ঘন্টা কম্পিউটার চালু থাকলে ও এর মধ্যে অন্তত ১ থেকে দেড় ঘন্টা কম্পিউটারটি অলস পড়ে থাকে। এই সময়টা আমরা মনিটরের সুইচ অফ করে রাখতে পারি। কিন্ত এখানে ও একটা ঝামেলা আছে।

আমি আমার অফিসের মনিটর অন-অফ করতে করতে আমার মনিটর এর পাওয়ার সুইচ নষ্ট করে ফেলেছি। অন/অফ না করে ও আপনারা বিদ্যুৎ সাশ্রয় করতে পারেন। এজন্য মনিটরকে স্ট্যান্ডবাই মোডে রাখতে পারেন। নিচের লিংকে দেওয়া প্রোগ্রামটি চালু করলেই মনিটর স্ট্যান্ডবাই মোডে চলে যাবে। আবার মাউস বা কিবোর্ড কাজ করার সাথে সাথে মনিটর চা

0 comments:

Powered by Blogger.