Friday, 5 August 2011

ফেসবুক মোবাইলে ফুল সাইজে ছবি দেখুন

ফেসবুক মোবাইলে সাধারণত আরিজিনাল সাইজে ছবি দেখা যায়না। অপেরা মিনি ব্যবহার করে ছবি ওপেন করলেও সেটা অপটিমাইজড সাইজে শো করে। কিন্তু একটা উপায়ে ফেসবুক মোবাইলে অরিজিনাল সাইজে ছবি দেখা সম্ভব। ফেসবুক এ কোন ছবি ওপেন করে সেটার লিঙ্ক ওপেন করলে দেখা যাবে সবশেষে ‘……….a.jpg’ অথবা ‘………s.jpg’ অথবা এভাবেই *.jpg এক্সটেনশনের আগে a,s,tইত্যাদি অক্ষর রয়েছে। (সাধারণতa অক্ষরটি থাকে।)পূর্ণ মাপে ছবি দেখতে শুধু এই অক্ষরটি পরিবর্তন করে n লিখে ওকে করুন। যেমনঃ ‘……………a.jpg’ পরিবর্তন করে‘…………n.jpg’ লিখে এন্টার করুন। তাহলেই ছবিটি পূর্ণ মাপে দেখতে পারবেন। অপেরা মিনি ব্যবহার করে সহজেই লিঙ্ক পরিবর্তন করে পূর্ণ মাপে ছবি দেখা যায়। যদিও বর্তমানে ফেসবুক প্রতিটি ছবির জন্য ডাউনলোড অপশনটি যোগ করেছে যার মাধ্যমে অরিজিনাল সাইজেই ছবিটি ডাউনলোড হয়, তাও এই পদ্ধতিতে ডাউনলোড করা ছাড়াই পূর্ণ মাপে ছবি দেখা সম্ভব। 

0 comments:

Powered by Blogger.