আপনার ব্লগে যুক্ত করুন ফিড ফরম। এ রকম ফিড ফরম খুব সহজেই ব্যবহার করা যায় গুগলের ফিড বার্নার সেবার মাধ্যমে। এ জন্য www.feedburner.google.com-এ যান, অবশ্য এটি ফিড বার্নার ডট কম থেকেও করা যায়। এখানে সাইন-আপ করুন বা আপনার জি-মেইল অ্যাকাউন্ট থাকলে তা দিয়ে সাইন-ইন করতে পারেন। সাইন-ইনের পর যে পেইজটি প্রথমে আসবে, সেখানে আপনার ব্লগের ফিড ইউআরএল দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন। এরপর পরপর কয়েকটি পেইজ আসবে, প্রতিটিতেই নেক্সট বাটনে ক্লিক করে পরের পেইজে যান। এরপর তৃতীয় যে পেইজটি আসবে কয়েকটি ট্যাব-সমৃদ্ধ, তাতে পাবলিসাইজ ট্যাবে ক্লিক করুন। এই ট্যাব ওপেন হলে ই-মেইল সাবস্ক্রিপশনে ক্লিক করুন। এরপর অ্যাকটিভ বাটনে ক্লিক করে সেবাটি সক্রিয় করুন। তার পরে যে পেজটি আসবে, তাতে ভাষা ও ব্লগের ধরন সিলেক্ট করে সেভ করুন। সব শেষে ফরমের জন্য দেওয়া সংকেতটি আপনার ব্লগে কপি করে পেস্ট করুন। এটি মূলত ব্লগস্পটের জন্য, অন্যগুলোর জন্য শেষ দিকে কিছুটা ভিন্ন হবে।
0 comments:
Post a Comment